অসীম রায় লক্ষীপুর 13 এপ্রিল— লক্ষীপুর মহকুমার অধীনস্থ নিম্নলিখিত সমবায় সমিতির খাদ্য সুরক্ষা কার্ডের গ্রাহকদের জন্য মাথা পিছু 473 গ্রাম করে আটা বরাদ্দ করা হয়েছে ।জয়পুর , চন্দ্র পুর, হরি নগর, জিরি ফুলের তল , রূপা ই বালি, এবং লক্ষীপুর সমবায় সমিতির জন্য এই গম জাত পণ্য বরাদ্দ করা হয়েছে, এই সামগ্রী আগামী 30 এপ্রিলের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে ।
এই খবর লক্ষীপুর তথ্য জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে ।