DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

লক্ষীপুর মহকুমার এপ্রিল মাসের গম জাত পণ্য বরাদ্দ করা হয়েছে

অসীম রায় লক্ষীপুর 13 এপ্রিল— লক্ষীপুর মহকুমার অধীনস্থ নিম্নলিখিত সমবায় সমিতির খাদ্য সুরক্ষা কার্ডের গ্রাহকদের জন্য মাথা পিছু 473 গ্রাম করে আটা বরাদ্দ করা হয়েছে ।জয়পুর , চন্দ্র পুর, হরি নগর, জিরি ফুলের তল , রূপা ই বালি,  এবং লক্ষীপুর সমবায় সমিতির জন্য এই গম জাত পণ্য বরাদ্দ করা হয়েছে,  এই  সামগ্রী  আগামী 30 এপ্রিলের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে ।

এই খবর লক্ষীপুর তথ্য জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে ।