DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

লক্ষীপুর সমর্পণ ফাউন্ডেশনের ব্যতিক্রমী কার্য সূচী, নববর্ষ পালন উপলক্ষে

অসীম রায় লক্ষীপুর 14 ই এপ্রিল—-  আগামীকাল- রাত পোহাতে  পয়লা বৈশাখ , আগামীকাল থেকে  শুরু হবে 1428  বাংলা , নূতন বছর কে স্বাগত জানাতে বিভিন্ন সংগঠন বিশেষ কার্য সূচী হাতে নিয়েছে । বরাক উপত্যকার লক্ষীপুর মহকুমার স্বেচ্ছা সেবি প্রতিষ্ঠান সমর্পণ ফাউন্ডেশন এক ব্যতিক্রমী কার্য সূচী হাতে নিয়েছে ।তাই আগামীকাল সকালে নূতন বছর কে স্বাগত জানাতে এক বাইক  মিছিলের আয়োজন করেছে ।সংস্থার তরফে সকল সদস্য সদস্যা কে সেই মিছিলে যোগ দিতে আহবান জানানো হয়েছে ।

এখানে উল্লেখ্য যে সাধারণত আমরা পয়লা বৈশাখ কে খাদ্যের উৎসবে পরিণত করে ফেলেছি বলে অত্যুক্তি হবে না , কিন্তু এই পয়লা বৈশাখ বা চৈত্র মাসের শেষ দিন কিভাবে প্রচলিত হলো সেটা নিয়ে আমরা কখনও কি ভেবেছি ? আমরা সবাই খাদ্য ও পোশাক পরিধান করতে ব্যস্ত হয়ে পড়ি এ দিন । পয়লা বৈশাখের উৎসব সেই মোগল আমলে শুরু হয়েছে আর আজ ও চলছে ।তখনকার দিনে হিজরী পঞ্জিকা ছিল আর সেটা ছিল চাঁদের উপর নির্ভর করে তৈরি , ফল কৃষকদের খাজনা আদায় দিতে সমস্যা হয়ে যেতো , তাই মোগল সম্রাট আকবর বর্ষ পঞ্জিকা সংস্কার করার আদেশ দেন । তখনকার দিনের বিখ্যাত জ্যোতির্বিদ গন সৌর সন ও হিজরী সনের উপর ভিত্তি করে বাংলা সন তৈরি করেন , ফলে কৃষকরা চৈত্র মাসের শেষ দিনে খাজনা জমা দেওয়ার প্রচলন শুরু হয় ।খাজনা আদায়ের উপলক্ষে সম্রাট আকবর কৃষকদের মধ্যে মিষ্টি বিতরণ করতেন  এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন । সেই সময় থেকেই ব্যবসায়ী গন ও নূতন হালখাতা লেখার অনুষ্ঠান শুরু করে পাওনা  আদায় করেন ।সেই সূত্রেই আজ পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নূতন বছর কে স্বাগত জানাতে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ।