বিশেষ প্রতিবেদন 18 ই এপ্রিল শিলচর—- যেভাবে উত্তরোত্তর সমগ্র ভারতে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল ।উত্তর প্রদেশ , মহারাষ্ট্র প্রভৃতি রাজ্য থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার হতে চলেছে । আমাদের বরাক উপত্যকা তে যেভাবে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে জনসাধারণের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে । আসাম সরকার প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নিয়েছে , প্রতিটি জেলার জেলাশাসক কে পরিস্থিতির উপর নজর রাখতে কঠোর নির্দেশ ইতিমধ্যেই প্রদান করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ।
এদিকে স্বাস্থ্য দফতরের এক নির্দেশে মাস্ক পরিধান করা সহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমজনতার কাছে আবেদন জানানো হয়েছে । কিন্তু সর্বত্র দেখা যাচ্ছে 90% মানুষ মাস্ক বিহীন অবস্থায় জনসমাগম এলাকায় ঘোরাঘুরি করছেন । ফলে সচেতন মানুষ এই অসাবধান চলাফেরায় মোটেই সন্তুষ্ট নন বলে জানা গেছে ।এদিকে করোনা নির্দেশিকা মেনে চলাচল করতে আজ কাঠিগড়া থানা এলাকায় আসাম পুলিশের তরফে জনসাধারণ কে মাস্ক পরিধান করে চলাফেরা করতে অনুরোধ করা হয়েছে । এখানে বলা হয়েছে মাস্ক পরিধান না করলে একহাজার টাকা জরিমানা করা হবে । কিন্তু পুলিশের এই পদক্ষেপ কে সচেতন মহল সাধুবাদ জানালে ও সাধারণ মানুষের কাছে বিশেষ গুরুত্ব পায় নি বলে বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া গেছে ।রমজানের ভীড়ে ঠাসা বাজারে মাস্ক পরিধান করার আগ্রহ চোখে পড়ে নাই । বুদ্ধি জীবি গন আমজনতা কে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ জানিয়েছেন । সবাই মিলে সাবধানতা অবলম্বন করতে পারলে এই মুহূর্তে এই মহামারী থেকে বাঁচতে পারা যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য দফতর ।