নিজস্ব সংবাদদাতা শিলচর 19 শে এপ্রিল——- জাগ্রতি সেবা সংস্থা পরিচালিত প্রয়াস শিক্ষা কার্য সূচী র অগ্রগতি নিরীক্ষণ করতে সংস্থার মূখ্য কার্যালয় নয় ডা থেকে দুই পর্যবেক্ষক যথাক্রমে শ্রী মোহন উপাধ্যায় মূখ্য কার্য বাহী নির্বাহী এবং শ্রী আদিত্য শর্মা সমন্বয় ক গত 16 এপ্রিল বিমান যোগে শিলচর পৌঁছান ।
দুই পর্যবেক্ষক শিলচর পৌঁছে প্রয়াস সংগঠনের পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে গিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্পর্কে অবগত হন এবং শিক্ষা কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ।দুই পর্যবেক্ষক ছাত্র ছাত্রীদের মধ্যে বিস্কুট ও চকলেট বিতরন করেন ।উভয় পর্যবেক্ষক আগামী 21 এপ্রিল পর্যন্ত শিলচর অবস্থান করে সংস্থার রাজ্যিক কার্যালয় প্রয়াস সংগঠনের রংপুর কার্যালয়ে নূতন কেন্দ্র খোলার ব্যাপারে এবং বিগত করোনা সংক্রমণের ফলে উদ্ভূত সমস্যার জন্য শিক্ষক শিক্ষিকা দের পারিশ্রমিক যথাসময়ে মিটিয়ে দেওয়া সম্ভব হয় নি তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।
নূতন করে শিক্ষা কেন্দ্র খোলার ব্যাপারে আলোচনা করতে প্রতিটি উন্নয়ন খণ্ডের আধিকারিক ও প্রতিনিধি গন কে দুই পর্যবেক্ষক মহাশয় দের সাথে যোগাযোগ করতে সংস্থার রাজ্যিক প্রভারী কাও ছার আহমেদ লস্কর এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন ।বিশেষ প্রয়োজনে দুই পর্যবেক্ষক যথাক্রমে জাগৃতি সেবা সংস্থার মূখ্য আধিকারিক মোহন উপাধ্যায় মোবাইল নম্বর 925868481 এবং সংযোজ ক আদিত্য শর্মা মোবাইল নম্বর 9793542974 এই দুই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ।