DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

লক্ষীপুর মহকুমার ত্রাণ কমিটির সভা

নিজস্ব সংবাদদাতা লক্ষীপুর 22 শে এপ্রিল— আজ লক্ষীপুর মহকুমার ত্রাণ কমিটির এক সভা টাউন কমিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় । ভারপ্রাপ্ত মহকুমাশাসক তথা অতিরিক্ত জেলাশাসক আর লিয়েন্ থা ঙ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক পার্থ প্রতিম দাস , চক্র আধিকারিক  জে, ভাই পে সহ  বিভিন্ন বিভাগের প্রধান গন । মহকুমাশাসক ত্রাণ বিতরণের ব্যবস্থা  নিয়ে পূর্ত , কৃষি, স্বাস্থ্য , জন স্বাস্থ্য বিভাগের প্রধান দের সাথে আলোচনা করেন । উদ্ভব পরিস্থিতি সামাল দিতে প্রতিটি বিভাগের প্রধান গন তাদের পরিকল্পনার কথা সভায়  তুলে ধরেন ।

এই খবর লক্ষীপুর তথ্য জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে ।