DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

করোনা সংক্রমণের হার বৃদ্ধির সাথে সাথে দ্রব্য মূল্য ও বৃদ্ধি হচ্ছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে

বিশেষ প্রতিবেদন 23 শে এপ্রিল —– এমনিতেই পবিত্র রমজান মাস উপলক্ষে শাক সব্জি থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে , তার মধ্যে গোদের উপর বিষ ফুফুডার মতো করোনা সংক্রান্ত বিধি নিষেধ আরোপ করতেই বাজারে চড়া দামে বিক্রি হতে চলেছে প্রতিটি নিত্য প্রয়োজনীয় সামগ্রী ।

প্রথম দিনের স্বাস্থ্য দফতরের এক নির্দেশে আলুর দাম কেজি প্রতি পাঁচ টাকা বেড়েছে তার সাথে অন্যান্য শাক সব্জি ও  সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ।ফলমূল তো আকাশ ছোঁয়া হয়ে গেছে। বেশি দাম কেন?  উত্তর আসছে বাইরের জিনিস গুলো আসামে ঢুকতে অসুবিধা হচ্ছে করোনা সংক্রান্ত বিধি নিষেধ আরোপ করায় । এদিকে তেল ডালের ও দাম বৃদ্ধির প্রবনতা লক্ষ করা যাচ্ছে । বর্তমানে যে ভাবে প্রতিদিন করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল তার সাথে যদি লাগামছাড়া মূল্য বৃদ্ধি পায় তাহলে আমজনতার  নাভিশ্বাস উঠবে বলে জোরদার চর্চা শুরু হয়েছে । সচেতন মহল থেকে কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি