বিপ্লব কর চৌধুরী বি হাড়া 23 শে এপ্রিল—– স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা মেনে আজ বি হাড়া শিব টিলা মিনি স্বাস্থ্য কেন্দ্রে 45 বছরের অধিক প্রায় 240 জন বিভিন্ন ভাষা ভাষী জনগণ ভ্যাকসিন নেন । ডাঃ নী কিতা পালের উপস্থিতিতে এই ভ্যাকসিন প্রদান করেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা ।আজকের এই ভ্যাকসিন প্রদান কার্য সূচী সম্পন্ন করতে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ANM মনিকা গোস্বামী সবিতা দাস , মিস কেম ই, সঞ্জয় দাস , আশা কর্মীদের মধ্যে সঞ্চিতা দাস , শেফালী দাস সহ এই স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মীও । আজকের এই কার্যক্রম পরিচালনা করতে কোন সমস্যা হয়নি বলে জানানো হয়েছে ।