বিশেষ প্রতিবেদন 26 শে এপ্রিল শিলচর—— আগামী 2 রা মে একুশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হবে , দীর্ঘ এক মাসের অপেক্ষার অবসান ঘটবে ঐ দিন ।সেই দিন নিয়ে নানারকম রকম জল্পনা শুরু হয়েছে ।সূত্রের মতে পূর্বের ভোট গণনার মতো এবার সেভাবে হবে না, নির্বাচন কমিশন একটু নিয়ম বদলে দিয়েছেন। আগে প্রতিটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চৌদ্দ টি টেবিলে সম্পন্ন হতো ফলে সন্ধ্যা গড়িয়ে আসার আগে ভোটের ফলাফল জানা যেত ।এবারের ভোট গণনা করোনা সংক্রান্ত নিয়ম নির্দেশিকা মেনে সম্পন্ন হবে তাই চৌদ্দ টি টেবিলের পরিবর্তে সাতটি টেবিলে করার জন্য নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা হাতে নিয়েছে ফলে সন্ধের পূর্বে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না ।
এদিকে ভোট গণনা নিয়মের পরিবর্তন করা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল । কংগ্রেস দল বিকেলের মধ্যে ভোটের ফলাফল জানার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে ।এখানে উল্লেখ্য যে এই প্রথম বারের মত আসামের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে যে ভোট গণনার পূর্বে দুই রাজনৈতিক দলের প্রার্থী দের জয় পরাজয় নিশ্চিত না হতেই তাদের কে গৃহ বন্দী রাখতে দলীয় শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন ।সূত্রের মতে ঘোড়া কেনা বেচা রুখতে দলের শীর্ষ নেতারা নাকি এই সিদ্ধান্ত নিয়েছে