DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

বিজয় মিছিলের উপর কঠোর নির্দেশ আরোপ করেছে নির্বাচন কমিশন

বিশেষ প্রতিবেদন 28 শে এপ্রিল শিলচর—- ভয়াবহ করোনা সংক্রমণের ঝুঁকি নিতে রাজি নয় রাজ্যিক নির্বাচন কমিশন । ভোট গণনার পর বিজয় মিছিলের উপর নির্বাচন কমিশন কঠোর ভাবে করোনা সংক্রান্ত নিয়ম নির্দেশিকা মেনে সম্পন্ন করতে হবে । বিজয়ী প্রার্থী হিসেবে প্রশংসা পত্র সংগ্রহের সময় দুই জনের বেশি সমর্থক নিয়ে রিটার্নি অফিসারের কাছে যেতে পারবেন না ।

এখানে উল্লেখ্য যে পূর্বে প্রশংসা পত্র সংগ্রহের সময় দলবল নিয়ে বিজয়ী প্রার্থী জেলা নির্বাচন আধিকারিকের কাছে যেতে পারতেন এবং বিশাল সমর্থক নিয়ে মিছিল বের হতো এবারের করোনা সংক্রান্ত বিধি নিষেধ মেনে জৌলুস হীন মিছিলের আয়োজন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন । সূত্রের খবর এই নির্দেশের ফলে সমর্থকরা  যে খুশি নন তা পরিলক্ষিত হয়েছে ।