করিম গঞ্জ থেকে সৌগত নাথের প্রতিবেদন 28 শে এপ্রিল—— ভয়াবহ করোনা সংক্রমণের হাত থেকে জনগণ কে রক্ষা করতে করিম গঞ্জ পুলিশ রাস্তায় নেমে পড়ায় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন । সীমান্ত জেলা করিম গঞ্জ এলাকায় একাংশ জনগণ হাটে বাজারে স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা অমান্য করে ঘোরাফেরা করছেন । সচেতনতা বৃদ্ধি করতে করিম গঞ্জ পুলিশ লাগাতর চেষ্টা করে যাচ্ছেন , তথাপি হাল ফেরাতে হিমসিম খাচ্ছেন , বর্তমানে জরিমানা আদায় শুরু হয়েছে , সূত্রের দাবি জরিমানা আদায়ের হার বৃদ্ধি করলে কিছুটা হলেও নিয়ম নির্দেশিকা মেনে চলাচল করতে দেখা যেতে পারে ।
এখানে উল্লেখ্য যে সমগ্র ভারতের সাথে আমাদের আসামে করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে , স্বাস্থ্য কেন্দ্র গুলিতে টীকা নিতে ভীড় জমতে শুরু হয়েছে । কিন্তু গুজবে ছয়লাপ হয়ে গেছে , একাংশ লোক যে এই টীকা নিতে আগ্রহী নন তা কান পাতলে শুনা যায় ।অবশ্য সচেতন নাগরিক গন স্বতঃ স্ফূর্ত ভাবে টীকা নিতে এগিয়ে আসতে পরিলক্ষিত হচ্ছে ।