বিপ্লব কর চৌধুরী বি হাড়া 27 শে এপ্রিল— কাঠিগড়া প্রগতি সংঘের সভাপতি , প্রাক্তন শিক্ষক তথা সমাজ সেবি মঈনুল হক বড় ভূঁইয়া গত রবিবার ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তার মৃত্যুর খবর পেয়ে বি হাড়া দেশবন্ধু ক্লাবের যুগ্ম সম্পাদক রবীন্দ্র নারায়ণ আচার্য ক্লাবের পক্ষ থেকে প্রয়াত মঈনুল হকের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।এখানে উল্লেখ্য যে সমাজ সেবি মঈনুল হক বড় ভূঁইয়া গড়ের ভিতর জিপি ও গঙ্গা পুর জিপি একশো শতাংশ সাক্ষর জিপি যখন ঘোষণা করা হয় তখন তার অবদান ছিল ।
এদিকে গ্রামীন স্বেচ্ছা সেবি সংগঠনের আর্থ সামাজিক পরিবর্ধনের উদ্দেশে গঠিত হয় RVYF সেই সময় প্রগতি সংঘের সভাপতি মঈনুল হক বড় ভূঁইয়া, ও কল্যান চক্রবর্তী, দেশবন্ধু ক্লাবের সম্পাদক কালী কুমার সাহা ও রবীন্দ্র নারায়ণ আচার্য এবং বড় খলা সবুজ সংঘের তরুণ চক্রবর্তী , উদার বন্দের কান্তি পুর কায় স্থ প্রমুখ দের প্রয়াস ছিল । প্রয়াত মঈনুল হকের মৃত্যু তে বরাক উপত্যকা হারালো এক সমাজ সেবি কে বলে মন্তব্য করেছেন দেশবন্ধু ক্লাবের সদস্যরা । এক প্রেস বিজ্ঞপ্তি তে দেশবন্ধু ক্লাবের যুগ্ম সম্পাদক অভিজিৎ চক্রবর্তী এই খবর জানিয়েছেন ।