DIGITAL

September 25, 2023

APTCE 18538973148

দেশবন্ধু ক্লাবে মে দিবস পালন অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা বি হাড়া 2 রা মে— গতকাল বি হাড়া দেশবন্ধু ক্লাবের উদ্যোগে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয় । এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। লাল পতাকা উত্তোলন করেন শ্রমিক গৌরাঙ্গ দাস । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবন্ধু ক্লাবের কর্ম কর্তা গন, দেশবন্ধু বিদ্যা নিকেতনের শিক্ষক শিক্ষিকা গন, কৃষক সংগঠনের সদস্য গন, দিন মজুর সহ ব্যবসায়ী সমিতির সদস্য গন ।

পতাকা উত্তোলনের পর মাল্যদান করেন শিক্ষক মানিক মালাকার, পুষ্প স্তবক অর্পণ করেন রবীন্দ্র নারায়ণ আচার্য, কৃষক নেতা নিশি রায় , অভিজিৎ চক্রবর্তী, বিপ্লব কর চৌধুরী,  উৎপল নাথ প্রমুখ , আজকের এই মহান দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্র নারায়ণ আচার্য  ও উৎপল নাথ ।সমগ্র অনুষ্ঠানটি করোনা সংক্রান্ত বিধি মেনে পালন করা হয় ।