বিশেষ প্রতিবেদন 3 রা মে শিলচর— ইভিএম গুজব কে ফুৎকারে উড়িয়ে দিয়ে বড় খলা বিধানসভা সমষ্টি র মহাজোটের কংগ্রেস মনোনীত প্রার্থী মিস বাহুল্ ইসলাম লস্কর 7031 ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী কে পরাজিত করে বিজয়ীর শিরোপা অর্জন করেছেন । গতকালের ভোট গণনা চলাকালীন সময়ে সমগ্র বড় খলা বিধানসভা কেন্দ্রের প্রতিটি এলাকায় ভোটার দের আগ্রহ তাঁর উপর বেশি পরিমাণে যে ছিল তা পরিলক্ষিত হয়েছে । এমনিতেই মিস বাহুল্ ইসলামের সমর্থনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যে কোমল মনোভাব ছিল তা পরিস্ফুট হলো গতকালের ভোট গণনার ফলাফল প্রকাশ করার পর ।
ধর্ম নিরপেক্ষ দলের প্রার্থী হিসেবে কংগ্রেস দল তাঁকে মনোনয়ন দেওয়ার পর সমগ্র বড় খলা বিধানসভা কেন্দ্রে একটা কথা ভালভাবেই চাউর হয়েছিল যে এবার মিস বাহুল্ ইসলামের জয় শুধু সময়ের অপেক্ষায় আছে , হলো ও এমনটাই , শেষ রাউন্ডে গিয়ে দেখা গেল তিনি সর্বমোট 64,433 ভোট পেয়ে তাঁর নিকট তম প্রতি দ্বন্দ্বি বিজেপির অমলেনদু দাস থেকে 7031 ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হন । এখানে উল্লেখ্য যে বিজেপি প্রার্থী সর্ব মোট ভোট পেয়েছেন 57402 টি ।এখানে উল্লেখ্য করা আবশ্যক যে মহাজোটের প্রার্থী কে জেতার জন্য সকল কর্মীরা একজোট হয়ে কাজ করেছেন , অন্তর্ঘাতে লিপ্ত হন নি , এদিকে খবরে প্রকাশ মিত্র জোটের মধ্যে ব্যাপক অন্তর্ঘাত হয়েছে , অনেক জায়গায় নোটা তে ও ভোট পড়েছে । সচেতন মহল মন্তব্য করছেন আগামী পাঁচ বছরে জন্য বড় খলা বিধানসভা কেন্দ্রের জনসাধারণ উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করেছেন ।