DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

অসম প্রদেশ সংখ্যালঘু মোর্চার রাজ্যিক কমিটি ভেঙে দেওয়া হলো

সৌগত নাথের প্রতিবেদন 5 ই মে করিম গঞ্জ– সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির ভোট নেহাত কম পড়ায় অসম প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি এক আদেশে রাজ্যিক কমিটি সহ জেলা ও মণ্ডল কমিটি গুলো  ভেঙ্গে দিয়েছেন ।

কি কারণে ভেঙে দেওয়া হয়েছে তা ঐ আদেশে পরিস্কার করে বলা হয়েছে । সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের জন্য যেসব বুথ কমিটি গঠন করা হয়েছিল বিশ সদস্য বিশিষ্ট সেই সব বুথ কমিটির অধিকাংশ ভোট কেন্দ্রে বিশ টা ও ভোট পড়ে নাই এমতাবস্থায় এই সংখ্যালঘু মোর্চার গঠন নিয়ে প্রশ্ন উঠেছে , এক কথায় সংখ্যালঘু জনসাধারণ কে এই মোর্চা কাছে টানতে পারে নাই বলে রাজ্য কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।