ইউসুফ আলী বড় ভূঁইয়া 10 ই মে শিলচর — সৌদি আরবে কর্ম রত কাছাড় জেলার বড় খলা বিধানসভা কেন্দ্রের দুধ পাতিল মধুরা মূখ্ এলাকার বাসিন্দা মৃত আলাউদ্দিন তালুকদারের ছেলে আমা ন উদ্দিন তালুকদার কর্ম সূত্রে সৌদি আরবের রিয়া ধ শহরে থাকেন । কিছু দিন আগে করোনা আক্রান্ত হযে কিং খালেদ হাসপাতালে ভর্তি হন , সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত 7 ই মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
বিভিন্ন কারণে মৃতদেহ ভারতে পাঠানো হয় নি , সেখানেই তাঁর শেষ কৃত্য সম্পন্ন করা হয় , মৃত্যু কালে তার বয়স হয়েছিল 43 বছর , তিনি নাবালিক এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন । তার মৃত্যুর খবর আসতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন , তার এই মৃত্যু তে গ্রামে শোকের ছায়া নেমে আসে । এখানে উল্লেখ্য যে এবারের করোনা সংক্রমণের ঝুঁকি খুব ভয়াবহ আকার ধারণ করেছে দেশ বিদেশে ।