DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

বড় খলা উন্নয়ন খণ্ডের চন্দ্র নাথ পুর জিপি তে এম জি এন রেগা কাজ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা বড় খলা 10 ই মে— গ্রাম উন্নয়ন বিভাগের সুরভি গাই সদৃশ এম জি এন রেগা প্রকল্প নিয়ে বিস্তর অভিযোগ  প্রায় সময় সংবাদ শিরোনামে চলে আসলেও কোন ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে । এমনতর এক দূর্নীতির অভিযোগ উঠেছে চন্দ্র নাথ পুর এলাকার এক এম জি এন রেগা কাজ নিয়ে ।বিগত দিনে চন্দ্র নাথ পুর বাজার থেকে স্থানীয় পৃথি শ বর্মনের বাড়ি পর্যন্ত এম আই বাঁধ নির্মাণের জন্য এম জি এন  রেগা প্রকল্পে বিশাল অংকের অর্থ বরাদ্দ করা হয় ।তৎকালীন বিধায়ক কিশোর নাথের আমলে  এম জি এন রেগা প্রকল্পের গাইডলাইন অমান্য করে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল ,কিন্তু কাজ যেন শেষ হয় না , নামে মাত্র কাজ করে বিশাল অংকের অর্থ  হাতিয়ে নেওয়ার জন্য  প্রথম থেকেই পরিকল্পনা করা হয় ।কিন্তু সচেতন নাগরিকের প্রতিবাদের মুখে পড়ে কাজ বন্ধ করে দেওয়া হয় । বিধায়ক কিশোর নাথের দৃষ্টি আকর্ষণ করে ও কোন কাজ হয়নি ।

আজ দু দিন হয় আবার সেই সুরভি সদৃশ রাস্তা নির্মাণ করতে জেসি বি দিয়ে মাটি খুঁড়ে ট্রাক দিয়ে লাল মাটি চার গাড়ি বাজার এলাকায় ফেলে  দেওয়া হয় , মাটি ফেলতে দেখে স্থানীয় বাসিন্দারা নড়েচড়ে বসেন , আজ এই প্রতিবেদক সরজমিনে গেলে স্থানীয় জব কার্ড ধারী গন বলেন  আমাদেরকে কাজের সুযোগ না দিয়ে গাড়ি দিয়ে মাটি এনে রাস্তা নির্মাণের কাজ শুরু করতে বিভাগীয়  ইঞ্জিনিয়ার তৎপর হয়েছেন ।অনেক জব কার্ড ধারী গন বলেন বিভাগীয় কতৃপক্ষ তাদের মনোমত জব কার্ড ধারী গনের কার্ড এমনকি  এই পঞ্চায়েত  ছাড়া অন্যান্য পঞ্চায়েত এলাকার কার্ড সংগ্রহ করে অর্থ তুলে নেওয়া হচ্ছে । এই এলাকার অনেক মানুষের ব্যাঙ্ক একাউন্টে তিন হাজার টাকা জমা পড়েছে তাদের  খাতা থেকে 2500 টাকা করে তুলে নিয়ে তাদেরকে 500 টাকা দেওয়া হচ্ছে । এই দূর্নীতি নিয়ে পঞ্চায়েত সচিব কে দায়ী করা হলে পঞ্চায়েত সচিব এই প্রতিবেদক কে জানিয়েছেন যে এম জি এন রেগার কাজ বিভাগীয় ইঞ্জিনিয়ারের আওতায় পড়ে । তাই অযথা তাকে জড়িয়ে কোন লাভ নেই ।এই দূর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা , তারা কাছাড় জেলার জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে এক স্মারকলিপি প্রদান করেছেন এবং নব নির্বাচিত বড় খলা সমষ্টি র মাননীয় বিধায়ক মিস বাহুল্ ইসলাম লস্করের দৃষ্টি আকর্ষণ করেছেন ।