অসীম রায় লক্ষীপুর 11 ই মে—— ভয়াবহ করোনা সংক্রমণের হাত থেকে জনগণ কে রক্ষা করতে ভারত সরকার টিকা প্রদান কার্য সূচী হাতে নিয়েছে । সেই অনুযায়ী আসাম সরকারের স্বাস্থ্য দফতর সমগ্র আসামের প্রতিটি জেলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিতে টীকা প্রদান কার্য সম্পন্ন করতে স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দিয়েছেন ।
আজ লক্ষীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় , ফলে বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে লক্ষীপুর মহকুমার স্বেচ্ছা সেবি সংগঠন সমর্পণ ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসেন ।তারা সু শৃঙ্খল ভাবে একের পর এক জনকে ভিতরে প্রবেশ করতে সাহায্য করেন । ফলে করোনা সংক্রান্ত বিধি মেনে সবাই টিকা নিতে সক্ষম হন ।আজকের এই কার্যক্রমে অংশ নেন সমর্পণ ফাউন্ডেশনের সদস্য যথাক্রমে সুজিত দত্ত , দেবাশিস রায়, অভিজিৎ রায়, বিশাল রায়, কিশলয় দাস , অপু রায় , রাজু রায় প্রমুখ ।