DIGITAL

November 29, 2023

APTCE 18538973148

করোনা সংক্রান্ত নির্দেশিকা প্রচারে লক্ষীপুর জন সংযোগ বিভাগ মাঠে নেমেছে

অসীম রায় লক্ষীপুর 16 ই মে—- করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সরকার সম্প্রতি যেসব নীতি নির্দেশিকা জারি করেছে তা জনগণের কাছে পৌঁছে দিতে  বিভিন্ন মাধ্যমে বারবার প্রচার করা হচ্ছে ।তথাপি খামতি যেন না হয় তার জন্য তথ্য ও জনসংযোগ বিভাগ কে মাঠে নামানো হয়েছে । তার সূত্রে লক্ষীপুর মহকুমার তথ্য ও জনসংযোগ বিভাগ মহকুমা শাসকের নির্দেশে মাইক যোগে লক্ষীপুর মহকুমার বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন লক্ষীপুর মহকুমার তথ্য ও জনসংযোগ বিভাগের কর্মী রসেন্দ্র চাষা ।

তাদের একমাত্র অনুরোধ সরকারি গাইডলাইন মেনে দোকান পাট , বাজার বন্ধ করে করোনা যোদ্ধাদের সাহায্য করুন , নিজে ও বাঁচুন অন্যকে ও বাঁচান ।এই ব্যাপারে লক্ষীপুর মহকুমা পুলিশ আধিকারিক পার্থ প্রতিম দাস দিবা রাত্রি বিশাল বাহিনী নিয়ে টহল দিচ্ছেন । নূতন নির্দেশিকা জারি হতেই প্রশাসনের দৌড়ঝাঁপ পরিলক্ষিত হচ্ছে সমগ্র মহকুমার বিভিন্ন এলাকায় ।জনসাধারণ ও প্রশাসনের বেধে দেওয়া নিয়ম মেনে চলতে দেখা গেলো আজ ।