বিপ্লব কর চৌধুরী বি হাড়া 17 ই মে—– ভয়াবহ করোনা সংক্রমণের হার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসনিক স্তরে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে । সম্প্রতি এই মহামারী সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় রাজ্যের স্বাস্থ্য দফতর রীতিমতো হিমসিম খাচ্ছে , প্রয়োজনের তুলনায় স্বাস্থ্য কেন্দ্রে কর্মী সংখ্যা কম থাকায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা প্রদান কার্য সূচী ব্যাহত হচ্ছে , তাই গত শনিবার বরাক উপত্যকার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী র উপস্থিতিতে জেলা প্রশাসনের কনফারেন্স হলে কাছাড় জেলার সব বিধায়ক নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় । সভার সিদ্ধান্ত মতে প্রতিটি বিধানসভা কেন্দ্রের স্বাস্থ্য কেন্দ্র সমূহ ঐ এলাকার বিধায়ক গন কে পরিদর্শন করে স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।
সেই অনুযায়ী গতকাল কাঠিগড়া বিধানসভা সমষ্টি র বিধায়ক হাজী খলিল উদ্দিন মজুমদার বি হাড়া শিব টিলা মিনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসেন । এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি গন সহ কংগ্রেস নেতা বিশাল সরকার , বিমল চন্দ্র দে, জেলা পরিষদ সদস্য তিলক চাঁদ দাস, রবীন্দ্র নারায়ণ আচার্য, উৎপল নাথ দেবব্রত সাহা, চন্দন চক্রবর্তী, লক্ষী সূত্রধর সহ হাসপাতাল পরিচালন সমিতির সদস্য গন উপস্থিত ছিলেন ।তারা বর্তমান করোনা সংক্রমণের সময় এই হাসপাতালের বিভিন্ন সমস্যা বিধায়ক মহাশয়ের দৃষ্টি গোচর করে এই সব সমস্যা সমাধান করতে অনুরোধ জানান ।বিধায়ক মহাশয় তাদের কথা গুরুত্ব দিয়ে শুনে জেলা প্রশাসনের কাছে এই সব সমস্যা তুলে ধরে সমাধান করবেন বলে আশ্বাস দেন । বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বর্তমান এই সংকট থেকে পরিত্রাণ পেতে দল মত নির্বিশেষে সবাইকে একজোট হয়ে করোনা যোদ্ধাদের সাহায্য করতে জনগণ কে এগিয়ে আসতে আহবান জানান ।তিনি এই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন বলে মত প্রকাশ করেছেন ।স্থানীয় বাসিন্দারা বিধায়ক মহাশয়ের এই পরিদর্শনে সন্তুষ্টি ব্যক্ত করেছেন ।