নিজস্ব সংবাদদাতা বড় খলা 17 ই মে—– COVID 19 সংক্রান্ত জেলা প্রশাসনের বৈঠকে বড় খলা সমষ্টি র বিধায়ক মিস বাহুল্ ইসলাম লস্কর বড় খলা উন্নয়ন খণ্ড এলাকার পূর্ব বড় খলা ছোট দুধ পাতিল মহাত্মা গাঁধী আদর্শ হাসপাতালে স্বাস্থ্য কর্মী দের অভাব এবং পরিকাঠামো যথেষ্ট নয় বলে উল্লেখ করেন । বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নীত করা একান্ত আবশ্যক কেননা এই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কেন্দ্র ।
বিধায়ক মহাশয়ের পরামর্শ মেনে গতকাল কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জলী এই হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনে এসে স্বাস্থ্য বিষয়ক সমস্যা গুলো খতিয়ে দেখেন এবং সুরাহা করার আশ্বাস দেন । বিধায়ক মহাশয়ের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতা মিহির দাস চৌধুরী, রতন মালাকার, স্বপন শুক্ল বৈদ্য দীপক দাস প্রমুখ ।