নিজস্ব সংবাদদাতা লক্ষীপুর 18 ই মে—– আজ লক্ষীপুর প্রেস ক্লাবের এক সাধারণ সভা আই, বিনোদ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় বিগত দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্য বৃন্দ ।আলোচনা শেষে আনুষ্ঠানিক ভাবে নূতন কার্য করী কমিটি গঠন করা হয় ।সভায় সর্ব সম্মতি ক্রমে অমর দাস কে সভাপতি, কবীর আহমেদ লস্কর কে সহ সভাপতি , পুলক দাস কে সম্পাদক ও সহ সম্পাদক পদে অসীম রায় ও চন্দ্র শেখর গোয়ালা কে নির্বাচিত করা হয় ।
নূতন কমিটি তে কোষাধ্যক্ষ নির্বাচিত হন সাদাত আলী তাছাড়া সদস্য হিসেবে এই কমিটি তে স্থান পেয়েছেন ঘূর্ণি সিং , বাপ ন দাস, ও নৈতিক শীল ।