DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

লক্ষীপুরে সন্ত্রাস বিরোধী দিবস পালন

অসীম রায় লক্ষীপুর 22 শে মে——– গতকাল লক্ষীপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস বিরোধী দিবস মহকুমা শাসকের কার্যালয়ে পালন করা হয় । মহকুমাশাসক আর, লিয়েন্ থা ঙ করোনা বিধি মেনে সকল কর্মচারী দের শপথবাক্য পাঠ করান ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিন্না কান্দি উন্নয়ন খণ্ডের উন্নয়ন আধিকারিক এস, হক ও অন্যান্য কর্মচারীরা , এক প্রেস বিজ্ঞপ্তি তে লক্ষীপুর তথ্য জনসংযোগ বিভাগ জানিয়েছেন ।