অসীম রায় লক্ষীপুর 25 শে মে— লক্ষীপুর আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অচিন্ত্য কুমার দাস আজ শিলচরের এক নার্সিং হোমে ভোর চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর।লিভার জনিত কারনে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।
এখানে উল্লেখ করা আবশ্যক প্রয়াত অচিন্ত্য কুমার দাস 1986 ইংরেজির পয়লা সেপ্টেম্বর লক্ষীপুর আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অর্থ বিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজে যোগ দেন , এরপর 2005 ইংরেজিতে তিিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কাজ করেে 2019 ইংরেজিতেে অবসর গ্রহণ করেন । তার মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক কৌশিক রাই, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা , শুভজিৎ চক্রবর্তী, বর্তমান অধ্যক্ষ অঞ্জন কান্তি নাথ , রাজ্য সরকার পুরস্কার প্রাপ্ত শিক্ষক সৌম্য জিত চক্রবর্তী প্রমুখ ।