DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

লক্ষীপুর সঙ্গীত বিদ্যালয়ের নজরুল জয়ন্তী পালন

লক্ষীপুর থেকে অসীম রায় 27  শে মে—- গতকাল যথাযোগ্য মর্যাদা সহকারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122 তম জন্মদিন লক্ষীপুর সঙ্গীত বিদ্যালয়ে উদযাপন করা হয়েছে।  প্রদীপ প্রজ্বলন করে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংবাদিক পুলক দাস ।  অনুষ্ঠানের সূচনা করে কবির স্মৃতি  চার ন করেন লক্ষীপুর সঙ্গীত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক রায় ।

অনুষ্ঠানে নজরুল গীতি পরিবেশন করেন সোমা রায় , দীপিকা হাজা ম, কুমকুম রায় , পৌল মী রায়, মানস রায় ও ব্রতী সুন্দর দে প্রমুখ । সমগ্র অনুষ্ঠানটি করোনা সংক্রান্ত বিধি নিয়ম মেনে পালন করা হয় ।