DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

গ্রামীণ এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা মেনে চলার আহবান

নিজস্ব সংবাদদাতা বড় খলা 29 শে মে—— বিক্রমপুর স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সোনা পুর, বাবুর বাজার, গরা গ্রাম, নীল ছড়া , জার্ ইল তলা প্রভৃতি এলাকায় এই কদিন থেকেই করোনা সংক্রমণের হার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন । ইতিমধ্যে বেশ কজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।

রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ করোনা সংক্রমণ  থেকে জনগণ কে রক্ষা করতে দিন রাত জেগে কাজ করছেন তথাপি যেন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না ।এদিকে ভ্যাকসিন নিয়ে এই স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপক হারে অভিযোগ উঠেছে , প্রতিদিন সকাল থেকে দূরদূরান্ত  এলাকার মানুষ  অনলাইনে যোগাযোগ করে এখানে আসছেন , এখানে এসে ও অনেক ভোগান্তি পোহাতে হয় তাদেরকে , প্রয়োজনের তুলনায় বসার ব্যবস্থা নেই , নেই কোনো সামাজিক দূরত্ব বজায়। এমতাবস্থায় চলছে ভ্যাকসিন কেন্দ্র ।    অন্যদিকে  দ্বিতীয় ডোজ নিয়ে ও চলছে  টালবাহানা । ইদানিং  স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় বেশ কিছু লোকের করোনা সংক্রমণ হয়েছে , তার উপর প্রতিদিনই অনেক মানুষ করোনা টেষ্ট করাতে আসেন , ধরা ও পড়ে , এমতাবস্থায় স্থানীয় সচেতন মহল থেকে  এই এলাকায় স্যানিটাইজ করার জোরদার দাবি উঠেছে । এব্যাপারে স্থানীয় বিধায়ক মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে পরিচালন কমিটি কে ঢেলে সাজাতে জোরালো দাবি জানিয়েছেন সচেতন মহল ।