DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

বিন্না কান্দি উন্নয়ন খণ্ডের কার্যালয়ে বিধায়ক কৌশিক রাই, অর্ধ সমাপ্ত কাজ সম্পূর্ণ করার নির্দেশ

লক্ষীপুর থেকে অসীম রায় 1 লা জুন—– লক্ষীপুরের নব নির্বাচিত বিধায়ক কৌশিক রাই আজ  বিন্না কান্দি উন্নয়ন খণ্ডে উপস্থিত হলে তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় ।বিধায়ক এই উন্নয়ন খণ্ডের বিভিন্ন  প্রকল্পের বিষয়ে অবগত হন । খণ্ড আধিকারিক সহ অন্যান্য কর্মচারীরা বিভিন্ন অর্ধ সমাপ্ত উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরলে বিধায়ক রাই এই সব উন্নয়ন মূলক পুনরায় শুরু করার নির্দেশ প্রদান করেন ।

আজকের এই পরিদর্শন করার সময় বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি গন সহ বিন্না কান্দি মণ্ডল সভাপতি বিদ্যা পতি সিংহ উপস্থিত ছিলেন ।বিধায়ক রাই কাজের স্বচ্ছ তা