DIGITAL

June 10, 2023

APTCE 18538973148

বি হাড়া দেশবন্ধু ক্লাবের সজাগতা অভিযান, মাস্ক বিতরণ করলেন সদস্যরা

নিজস্ব সংবাদদাতা  বি হাড়া 2 রা জুন—- গ্রাম এলাকায় যে ভাবে উত্তরোত্তর করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন দেশবন্ধু ক্লাবের সদস্যরা । তাদের মতে গ্রামের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা র অভাব পরিলক্ষিত হচ্ছে ।ফলে সংক্রমণের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না ।

আজ বি হাড়া বাজার এলাকায় মাইক যোগে সচেতনতা প্রচার পত্র বিলি করা সহ মাস্ক বিতরন করেন ক্লাবের সদস্য গন । নিজের সুরক্ষা ও সমাজের সুরক্ষা নিয়ে  বক্তব্য রাখেন রবীন্দ্র নারায়ণ আচার্য, বিমল দেব , বিপ্লব কর চৌধুরী সহ  অন্যান্য কর্মকর্তা গন ।দেশবন্ধু ক্লাবের এই পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তি বর্গ ।