বিপ্লব কর চৌধুরী 3 রা জুন বি হাড়া—— সর্ব নাশা ড্রাগ সের কবল থেকে যুব সমাজ কে রক্ষা করতে সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাঠিগড়া পুলিশ ও ড্রাগ স ব্যবসার লাগাম টানতে মাঠে নেমেছে । এই কদিন ধরেই সমগ্র কাঠিগড়া থানার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু ড্রাগ পাচার কারী আটক করা হয়েছে ।
এই সাফল্যের সূত্রে আজ কাঠিগড়া থানার পুলিশ আধিকারিক রঞ্জন দুলে ও বি হাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাবণ্য বড়ো বিশাল পুলিশ বাহিনী নিয়ে নারায়ণ ছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ড্রাগ স জব্দ করতে সক্ষম হন , ঐ সঙ্গে দুই পাচার কারী কে আটক করেন ।আজকের আটক করা নেশা সামগ্রীর সাথে বাহাত্তর টি সাবান কেইস জব্দ করা হয়েছে , পুলিশের এই অভিযান কে সচেতন মহল ধন্যবাদ জানিয়েছেন ।এখানে উল্লেখ করা আবশ্যক এই ড্রাগ স ব্যবসার জন্য কয়েক মাস পূর্বে সে উ তি গ্রামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল ।বিশেষ কারণে ধৃতদের নাম প্রকাশ করা যায়নি ।