অসীম রায়ের প্রতিবেদন 5 ই জুন—- অবাধ বন ধ্বংসের ফলে আজ পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে বসেছে তাই ব্যাপক হারে বৃক্ষ রোপণ করা হলে খানিকটা হলেও ভারসাম্য রক্ষা পাবে তাই 5 জুন সমগ্র বিশ্বে বিশ্ব পরিবেশ দিবস পালন করে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে আজকের এই দিনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় । আজকের এই দিবসের সাথে সঙ্গতি রেখে লক্ষীপুর মহকুমার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ করা হয় ।আজ সকাল দশ ঘটিকার সময লক্ষীপুরের ভারপ্রাপ্ত মহকুমাশাসক জে, ভাই পে সহ অন্যান্য কর্মচারী গন যথাক্রমে ভাস্কর বর্মন , বিজয় দেব, অসীম কৈ রী , সুমিত বর্মন, প্রদীপ রায় এবং জন সংযোগ বিভাগের কর্মী রসেন্দ্র চাষা প্রমুখ মহকুমাশাসকের কার্যালয়ে বৃক্ষ রোপণ করেন ।
লক্ষীপুর জন সংযোগ বিভাগের তরফে এই খবর জানা গেছে ।