DIGITAL

June 10, 2023

APTCE 18538973148

বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীবাহী গাড়ি ও শৌচাগার নির্মাণের আশ্বাস দিলেন মিস বাহুল্

ফখরুল ইসলাম লস্কর বড় খলা 9 ই জুন—– গতকাল বড় খলার নব নির্বাচিত বিধায়ক মিস বাহুল্ ইসলাম লস্কর বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো পরিদর্শন করেন ।বর্তমান করোনা সংক্রমণের প্রতিরোধ কল্পেগৃহীত ব্যবস্থার বিষয়ে ইনচার্জ ডাঃ মনসুর আলমের কাছ থেকে বিস্তারিত অবগত হন ।এই উপলক্ষে আয়োজিত এক সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে  জেলা পরিষদ সদস্যা নাজি মা বেগম লস্কর  ইসলাম উদ্দিন চৌধুরী,  অশোক দেব রায় প্রমুখ উপস্থিত ছিলেন । এই সভায় বিধায়ক মহাশয়ের কাছে এই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের জন্য দাবি জানানো হয় ।বিধায়ক তাদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি রোগী বহন কারী গাড়ি ও শৌচাগার নির্মাণের আশ্বাস প্রদান করেন ।এদিকে বিধায়ক স্থানীয় সোনা পুর  সার্বজনীন মহাপ্রভু আখড়া পরিদর্শন করে একটি কমিউনিটি হল  নির্মানের আশ্বাস দেন ।

এখানে উল্লেখ করা আবশ্যক যে স্বাস্থ্য কেন্দ্রের লাগোয়া প্রতিবেশী দের দীর্ঘদিনের অভিযোগ  এই স্বাস্থ্য কেন্দ্রের আবর্জনা বৈজ্ঞানিক পদ্ধতি তে নষ্ট না করার ফলে লাগোয়া বাড়ির লোকজন বিরাট অসুবিধার সম্মুখীন হন ।এব্যাপারে কোন অভিযোগ বিধায়ক মহাশয়ের কাছে তুলে না ধরার জন্য স্থানীয় বাসিন্দারা তাঁদের খেদ প্রকাশ করেছেন ।এব্যাপারে তারা বৈদ্যুতিন মাধ্যমের দ্বারস্থ হবেন বলে এই প্রতিবেদক কে জানিয়েছেন ।