অসীম রায় লক্ষীপুর 11 ই জুন——- আজ লক্ষীপুরের ফুলের তল পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা লক্ষীপুরের নব নির্বাচিত বিধায়ক কৌশিক রাই মহাশয়ের বাসভবনে গিয়ে তাকে উত্তরীয় দিয়ে বরন করে সংবর্ধিত করে আসামের মূখ্য মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী র নিকট দুইটি স্মারকলিপি প্রদান করে তাদের স্কুল কে প্রাদেশি করন করার দাবি জানান ।
উপস্থিত শিক্ষক শিক্ষিকারা সহ অন্যান্য কর্মচারী গন বলেন তাদের স্কুল 1996 সনে স্থাপিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তাদের স্কুল কে প্রাদেশি করন করা হয় নি , ফলে তারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসুবিধা ভোগ করে আসছেন ।তাই আজ নিরুপায় হয়ে শেষ বারের মতো বিধায়ক মহাশয়ের দ্বারস্থ হয়েছেন । বিধায়ক তাদের কথা মনোযোগ দিয়ে শুনে তাদের দাবি যথাস্থানে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন।
আজকের এই প্রতিনিধি দলে ছিলেন স্কুল পরিচালন কমিটি’র সভাপতি শিল্প জিত পাল , সহ-সহ – প্রধান শিক্ষক সুধাংশু মালাকার, পূর্ণিমা পাল, অরূপ দাস , অরুণাভ দাস , কৃষ্ণ কান্ত তিওয়ারি সহ অন্যান্য কর্মচারী গন ।