DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

বড় খলা ব্লক কংগ্রেসের প্রতিবাদী ধর্না কার্য সূচী , ডলু পেট্রল পাম্পে

ফখরুল ইসলাম লস্কর ডলু 11 ই জুন—– নিখিল ভারত কংগ্রেস কমিটি’র নির্দেশে আজ সমগ্র দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্না কার্য সূচী পালন করা হয় । এই নির্দেশের প্রতি সঙ্গতি রেখে আজ বড় খলা ব্লক কংগ্রেসের সব শাখা সংগঠনের সদস্যরা ডলু  পেট্রল পাম্পে ধর্না প্রদর্শন করে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে মূল্য বৃদ্ধির প্রতিবাদ সাব্যস্ত করে অবিলম্বে মূল্য হ্রাস করার দাবি জানান ।

আজকের এই ধর্না কার্য সূচী তে অংশ গ্রহন করেন যথাক্রমে বড় খলা ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকার , সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, সম্পাদক সেলিম উদ্দিন, সহ দিলীপ সিং ছেত্রী, ফখরুল ইসলাম , মৈন উদ্দিন তালুকদার , জার্ ইল তলা মণ্ডল কংগ্রেস সভাপতি বিজয় কুমার সিংহ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম লস্কর, বিষ্ণু নায়ক, মায়া জুল আলী প্রমুখ ।