বিপ্লব কর চৌধুরী কালাইন 11 ই জুন—- সারা দেশের সাথে সঙ্গতি রেখে নিখিল ভারত কংগ্রেস কমিটি’র নির্দেশে আজ কালাইন ব্লক কংগ্রেসের বিভিন্ন শাখার সদস্যরা অস্বাভাবিক ভাবে পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্না কার্য সূচী পালন করে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন , অবিলম্বে এই মূল্য হ্রাস করার দাবি জানিয়েছেন সদস্যরা ।
আজকের এই ধর্না কার্য সূচী তে নেতৃত্ব দেন কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার সাধারণ সম্পাদক সম ছুল ইসলাম ।এখানে উল্লেখ করা আবশ্যক আজ সমগ্র আসামে এই ধর্না কার্য সূচী পালন করা হয় ।