DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

অগ্নি কাণ্ডে গৃহহারা পরিবারের পাশে বিধায়ক মিস বাহুল্ ইসলাম, দিলেন নগদ অর্থ রাশি

নিজস্ব সংবাদদাতা বড় খলা 14 ই জুন——ধল ছড়া প্রথম খণ্ড নিবাসী জনৈক মিলি রানী শুক্ল বৈদ্য নামের এক বিধবা মহিলার ঘর অগ্নি কাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে যায় । আজ জার ইল তলা মণ্ডল কংগ্রেস সভাপতি বিজয় কুমার সিংহ ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম লস্কর এই অগ্নি কাণ্ডে গৃহহীন মহিলার বাড়িতে গিয়ে খোঁজ নেন , তাঁরা সঙ্গে সঙ্গে বড় খলার বিধায়ক মাননীয় মিস বাহুল্ ইসলামের কাছে খবর পাঠান ।

বিধায়ক মিস বাহুল্ ইসলাম লস্কর সঙ্গে সঙ্গে এই গৃহহীন মহিলার বাড়িতে আসেন , তিনি মহিলার হাতে কিছু নগদ অর্থ প্রদান করে বলেন যে জেলাশাসকের সাথে আলাপ করে একটি ঘরের ব্যবস্থা করে দিবেন । আজকের এই পরিদর্শন কালে বিধায়ক মহাশয়ের সাথে ছিলেন মণ্ডল সভাপতি বিজয় কুমার সিংহ ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম লস্কর , বড় খলা সেবা দলের সভাপতি সন্দীপ শীল , সমাজ সেবি কা রেনু বালা দেব , বুল ন সেন,  ও সেলিম উদ্দিন । ব