DIGITAL

June 5, 2023

APTCE 18538973148

শিলচর নিষিদ্ধ পল্লীতে দেশবন্ধু ক্লাবের ত্রাণ বন্টন

নিজস্ব সংবাদদাতা শিলচর 14 ই জুন—– গেলো বছরের মতো এবারও করোনা সংক্রমণের ফলে নিষিদ্ধ  পল্লী র প্রায় আশী টি পরিবার যখন  উপার্জন হারিয়ে ঘরে বসে ছিল ঠিক তখন বি হাড়া দেশবন্ধু ক্লাবের উদ্যোগে গতকাল এই আশি টি পরিবারের মধ্যে  বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বন্টন করা হয় । সামগ্রীর গুলির মধ্যে ছিল আটা, গুড় , সয়াবিন, ডেট ল সাবান,দুধ, বিস্কুট, সর্ষের তেল, স্যানিটারি নেপ কিন ইত্যাদি ।

এখানে উল্লেখ করা আবশ্যক দেশবন্ধু ক্লাব আপত্ কালীন সময়ে অসহায় মানুষের সাহায্যে সব সময় এগিয়ে আসে , সেই ধারা এখন ও অব্যাহত আছে ।গতকাল T.I.  প্রজেক্টের মাধ্যমে  ও দেশবন্ধু ক্লাবের উদ্যোগে  এই সেবা মূলক কার্য সম্পাদন করতে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিত্য গোপাল দাস ও T.I.  প্রজেক্টের  পক্ষে দীপক নাগ ও সোমা নাগ ।  এই প্রজেক্ট নিষিদ্ধ পল্লী র স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে ।