নিজস্ব সংবাদদাতা শিলচর 16 ই জুন—– সবাই আশা করছিলেন মিনি লক ডাউনের গেরো থেকে রক্ষা পেয়ে যাবেন, বিশেষ করে কাছাড় জেলার জনসাধারণ, যাদের উপার্জনের বিকল্প নেই সেই সব মানুষদের আশায় বালি পড়ে গেছে ।নূতন নির্দেশিকা মতে কাছাড় জেলায় আগের মতো সেই বারোটা বেজে গেলে দোকান পাট বন্ধ করতে হবে এরপর নৈশ কার্ফু আগের মতো ।জনসাধারণ ও প্রশাসনের বেধে দেওয়া নিয়ম মেনে চলতে বাধ্য বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী গন ।