DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

ফুলেরতল হাই স্কুলে টিকা করন অনুষ্ঠান , সবাইকে এগিয়ে আসতে আহবান জানান বিধায়ক কৌশিক রাই

অসীম রায় লক্ষীপুর 19 শে জুন—- গতকাল লক্ষীপুর ফুলেরতল খু নৌ হাইস্কুলে এক টিকা করন শিবির অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক ভাবে শিবিরের উদ্বোধন করেন SDMO  ডাঃ টি , এইচ, চৌধুরী ।এই টিকা করন শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই , তিনি এই ভ্যাকসিন নিয়ে যে গুজব ছড়িয়েছে তা থেকে দূরে সরে এসে সবাইকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানান  ।আজকের এই শিবিরে প্রচুর মানুষ  ভ্যাকসিন নিয়েছেন ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার জনা থান ভাই পে ও মণিপুরী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রিনা সিংহ ।