রঞ্জন দত্ত বড় খলা 19 শে জুন—– শিলচর জয়ন্তীয়া সড়কের নীল ছড়া কালী মন্দির সংলগ্ন পুকুর সদৃশ অংশে গতকাল রাতে একটি সিমেন্ট বোঝাই লরি ফেসে যায় , ফলে এই সড়কে যাতায়াত কারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে ।সারি সারি গাড়ির লাইন পরিলক্ষিত হচ্ছে ।এখানে উল্লেখ করা আবশ্যক এই রাস্তার হাল ফেরাতে পূর্ত বিভাগের কোন হেলদোল চোখে পড়ে না, দীর্ঘদিন ধরেই এই অংশ সংস্কারের অভাবে ভুগছেন স্থানীয় বাসিন্দারা ।অবিলম্বে এই অংশ সংস্কার করার জন্য দাবি জানিয়েছেন সচেতন মহল ।