লক্ষীপুর থেকে অসীম রায় 19 শে জুন—-বিধায়ক নির্বাচিত হয়ে শুরু করলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিলান্যাস বিধায়ক কৌশিক রাই। আজ পয়লা পুল নেহরু কলেজের তিন কোটি উনিশ লক্ষ সাতাশি হাজার টাকা বাজেটের একটি ভবনের শিলান্যাস করেন। অনুষ্ঠানে বিধায়ক বলেন এই ভবন রু সার অধীনে নির্মাণ করা হবে, তিনি আগামী দিনে এই কলেজ কে মডেল কলেজে রূপান্তরিত করা হবে বলে জানান।
আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ পূর্ণেন্দু কুমার, অধ্যাপক ডঃ শুভ জিত চক্রবর্তী, বিজেপির মণ্ডল সভাপতি সঞ্জয় কুকুমার ঠাকুর, সাধারণ সম্পাদক গুঞ্জন কর প্রমুখ।