DIGITAL

June 8, 2023

APTCE 18538973148

উদার বন্দ বিধানসভা কেন্দ্রের বালাধন ও কনক পুর পঞ্চায়েত কার্যালয়ে মেগা ভ্যাকসিন ক্যাম্প

লক্ষীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন 23  শে জুন –করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার খবর চাউর হতেই সর্বত্র ভ্যাকসিন নিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে ।পূর্বের গুজব কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমানভাবে ভ্যাকসিন নিতে আগ্রহী হতে দেখে সচেতন মহল স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ।

সরকার গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের সুবিধার জন্য প্রতিটি পঞ্চায়েত এলাকায় শিবির স্থাপন করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন।সেই অনুযায়ী  গতকাল  12 নং উদার বন্দ বিধানসভা কেন্দ্রের বালাধন ও কনক পুর পঞ্চায়েত কার্যালয়ে এক মেগা ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত হয় ।দ্বিতীয় বারের মতো 18+ মোট 178 জন ও 45+ মোট 42 জন কে ভ্যাকসিন দেওয়া হয়েছে । এদিকে 234 জনের করোনা টেষ্ট করা হয় তার মধ্যে 4 জনের পজিটিভ ধরা পড়েছে ।

গতকালের এই শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভানেত্রী সুজাতা ময় রা, কাছাড় জেলা চা মোর্চার সভাপতি মণীশ ময় রা , এবং স্বেচ্ছা সেবক শুভ্র জিত আচার্য, সৌরভ দাস ও হিরন্ময় ময় রা প্রমুখ ।