DIGITAL

March 24, 2023

APTCE 18538973148

অসহায় তিনটি শিশুর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল কাঠিগড়া গ্রাম রক্ষী বাহিনী

বিপ্লব কর চৌধুরী বি হাড়া 24 শে জুন——- অসহায় কে সাহায্য করা মানুষের ধর্ম , সেই অর্থে সে উ তি পঞ্চায়েতের নয় নং ওয়ার্ডের প্রয়াত সুকুমার রায়ের তিন সন্তান যথাক্রমে সুর জ রায় (12) সু লেখা রায় (10) অমিত রায় (6) কে সাহায্যের হাত বাড়িয়ে কাঠিগড়া গ্রাম রক্ষী বাহিনী এক নজির স্থাপন করলো । সূত্রের মতে কাঠিগড়া গ্রাম রক্ষী বাহিনীর  সি, ও পীযুষ কান্তি পালিত সংবাদ মাধ্যমে এই অসহায় শিশুদের খবর পেয়ে মানবিকতার খাতিরে তাদেরকে সাহায্য করার অভিপ্রায় পোষন করে  বি হাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত সকল গ্রাম রক্ষী বাহিনীর সভাপতি ও সম্পাদক দের সাথে আলোচনা করে আজ তিনি বি হাড়া গ্রাম রক্ষী বাহিনী কমিটি’র সভাপতি সুর মান আলী বড় ভূঁইয়া কে ঐ অসহায় শিশুদের পিসি সবিতা রায়ের বাড়িতে পাঠিয়ে নগদ দুই হাজার টাকা সাহায্য প্রদান করেন এবং বলেন যে তিনি যতদিন কাঠিগড়া থানায় থাকবেন ততদিন প্রতি মাসে তাদেরকে ভরন পোষণের জন্য দুই হাজার টাকা করে দিবেন ।এদিকে সুর মান আলী বড় ভূঁইয়া ও তাদেরকে আজ অর্থ সাহায্য করেন ।

এখানে উল্লেখ করা আবশ্যক তিন অসহায় শিশুর মধ্যে বড় ছেলে সু র জ বি হাড়া যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলে ষষ্ঠ শ্রেণি তে পড়ে ,  সু লেখা  ও অমিত কাদম্বিনী প্রাথমিক বিদ্যালয়ে পড়ে , বর্তমানে তারা যে পিসির বাড়িতে থাকে সেই বাড়ির অবস্থা নূন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা তাই তাদের ভরন পোষন করা সম্ভব নয় , এমতাবস্থায় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে দেওয়া হয় ।এই মতে আজ গ্রাম রক্ষী বাহিনীর তরফে তাঁদের কাছে সাহায্য তুলে দেওয়া হয় ।আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম রক্ষী বাহিনীর  সে উ তি কমিটি’র বিলা ল আহমেদ , গড়ের ভিতর দ্বিতীয় খণ্ড কমিটি’র চন্দন বর্মন,  অন্তু কুমার নাথ পূর্ব মোহন পুর কমিটি’র , এছাড়া উপস্থিত ছিলেন সমাজ সেবি লক্ষী সূত্রধর, সিপণ নাথ, মদন রায় , বাবুর বাজার মহিলা সমিতির সভানেত্রী নমিতা দে ।