DIGITAL

June 10, 2023

APTCE 18538973148

বি হাড়া রামকৃষ্ণ সেবা সংঘে চুরি সংঘটিত, জোরদার চর্চা চলছে

বিপ্লব কর চৌধুরী বি হাড়া 25 শে জুন—- নৈশ কার্ফু চলাকালীন সময়ে নিশি কুটুম্বের দল গত 23 শে জুন গভীর রাতে হানা দেয় বি হাড়া রামকৃষ্ণ সেবা সংঘে ।চোরের দল মন্দিরের সামনের দরজা ভাঙতে না পেরে পিছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, চোরের দল মন্দিরের ভেতরে থাকা মূল্যবান সামগ্রী রেখে শুধু মাত্র মাইকের  Amplifier টি নিয়ে চলে যায় ।

রাতের অন্ধকারে সংঘটিত চুরি কাণ্ড ভোরের আলো ফুটতে স্থানীয় বাসিন্দার চোখে পড়ে, খবর পেয়ে সংঘের সভাপতি নিবাস দাস ছুটে এসে বিস্তারিত দেখে স্থানীয় পুলিশ ফাঁড়ি তে একটি  এজাহার দায়ের করেন ।ফাঁড়ি ইনচার্জ লাবণ্য বড়ো ঘটনার গুরুত্ব বিবেচনা করে জোরদার তদন্ত শুরু করেছেন ।এখন পর্যন্ত কোন গ্রেফতারের খবর নেই ।এই চুরি সংঘটিত ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই এলাকা অপরাধ মুক্ত নয় ।সবার মুখে একটা প্রশ্ন চোরের দল অন্যান্য সা