শিলচর থেকে দেব দীপ দত্ত 26 শে জুন —- রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ উঠা নামার উপর নির্ভর করে স্বাস্থ্য বিভাগের তরফে নিত্য নতুন নিয়ম নির্দেশিকা জারি করা হচ্ছে ।গতকাল রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত আনুষ্ঠানিক ভাবে নূতন এস, ও, পি ঘোষণা করেন ।কি আছে এই নূতন এস, ও পি তে , — মরি গাও , বিশ্ব নাথ ও , গোয়াল পাড়া জেলার বোকা খাত হবে। নিয়ন্ত্রন এলাকা,247 এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রন এলাকা হবে , গুয়াহাটি তে দোকান পাট 3 টা পর্যন্ত খোলা থাকবে এবং বিকাল চারটা থেকে কার্ফু শুরু হবে , বরাক উপত্যকার হাইলা কান্দি জেলায় দোকান পাট বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে এবং বিকেল পাঁচটা থেকে কার্ফু শুরু হবে , অন্যান্য জেলায় পূর্বের ন্যায় বারোটা পর্যন্ত দোকান পাট খোলা থাকবে এবং একটা থেকে কার্ফু শুরু হবে এবং, বন্ধ থাকবে আন্তঃ জেলা যাতায়াত ব্যবস্থা , এই নূতন নির্দেশিকা আগামী 28 শে জুন সোমবার থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত ।