ইউসুফ আলী বড় ভূঁইয়া 28 শে জুন শিলচর — পূর্বতন সরকারের আমলে তৈরী জব কার্ড গুলি বর্তমান সরকারের স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মোড় কে চালিয়ে দিতে গিয়ে বিপত্তি ঘটলো উদার বন্দ উন্নয়ন খণ্ড এলাকার পান গ্রাম পঞ্চায়েতের দশ নং ওয়ার্ডে । সূত্রের মতে দশ নম্বর ঘু ঙর বন্দ ওয়ার্ডের বাসিন্দারা যারা সত্যিকার অর্থে এই জব কার্ড পাওয়ার কথা তাদের কে বঞ্চিত করে পূর্ব তন সরকারের আমলে যাদের বাড়ি, গাড়ি , জায়গা জমি আছে তাদের নামে জব কার্ড বানিয়ে তরুন গগৈ সরকারের সময় থেকে এইসব ভূয়া কার্ডের মাধ্যমে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগে অর্থ হাতিয়ে নেওয়ার যে প্রবনতা শুরু হয়েছিল তা আজ অবধি অব্যাহত রাখতে পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সভাপতি, সম্পাদক ও জি আর এস সচেষ্ট যে আছেন তার প্রমান মিলেছে পান গ্রাম জিপির দশ নম্বর ওয়ার্ডে ।
এই ওয়ার্ডের বাসিন্দারা আজ সাংবাদিক ডেকে তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন যে এই জিপির জি আর এস তরুন সিং ও ওয়ার্ড সদস্যার স্বামী মহেন্দ্র কুমার যেসব গরীব মানুষের নামে জব কার্ড আছে তাদেরকে কাজ না দিয়ে এমনকি তাদের কার্ডের প্রয়োজন নেই বলে তাদের বাছাই করা ধনী মানুষের জব কার্ড সংগ্রহ করে দিব্যি অর্থ হাতিয়ে নিচ্ছেন , প্রতিবাদ করে কোন লাভ হয়নি , জিপি সভাপতির কাছে জোরালো প্রতিবাদ করে ও কোন কাজ হয়নি , তাই আজ এই ওয়ার্ডের বাসিন্দবা বাধ্য হয়ে জি আর এস ও ওয়ার্ড সদস্যার স্বামীর বিরুদ্ধে উদার বন্দ থানায় মামলা দায়ের করে উপযুক্ত ব্যবস্থা নিতে ওসি সঞ্জীব কুমার দাস কে অনুরোধ জানান , তারা অতি সত্বর অভিযুক্ত দের গ্রেফতারের দাবি জানান অন্যথায় আগামী বৃহস্পতি বার উদার উন্নয়ন খণ্ড কার্যালয়ে ঘেরাও কার্য সূচী পালন করবেন বলে জানান । এখানে উল্লেখ করা আবশ্যক বরাক উপত্যকার প্রতিটি উন্নয়ন খণ্ডে প্রধান মন্ত্রী আবাস যোজনা, জব কার্ড নিয়ে জি আর এস সহ পঞ্চায়েত প্রতিনিধি গন অর্থ আদায়ের কাজে ঝাঁপিয়ে পড়েছেন , এব্যাপারে মাননীয় মূখ্য মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি পদক্ষেপ নেন তা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে ।