অসীম রায়ের প্রতিবেদন 1 লা জুলাই লক্ষীপুর — পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ফুলের তল শ্মশান ঘাট পরিদর্শনে যান আজ লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই ।স্থানীয় বাসিন্দারা শ্মশানের পরিকাঠামো নেই বলে বিগত চার বছর ধরে এই শ্মশানে মৃতদেহ দাহ করেন না ।শ্মশান কমিটি’র সদস্য গন বিধায়ক কৌশিক রাই মহাশয়ের কাছে তাদের অসুবিধার কথা তুলে ধরলে বিধায়ক বিষয়টিকে গুরুত্ব দিয়ে আজ নিজে শ্মশান ঘাট পরিদর্শনে যান , জঙ্গলে আবৃত থাকা শ্মশানের জঙ্গল পরিস্কার করার জন্য ব্যাক্তিগত ভাবে নগদ দশ হাজার টাকা তুলে দেন শ্মশান কমিটি’র সম্পাদক বিদ্যা ভূষণ সিংহের হাতে ।
তিনি শ্মশান ঘাটের পরিকাঠামো পরিবর্তন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দেন , চলতি বছরের বাজেটে এই শ্মশান ঘাট নির্মান করা হবে । বিধায়কের এই তৎপরতায় কমিটি’র সদস্য গন খুশি ব্যক্ত করেন ।বিধায়কের সঙ্গে ছিলেন শ্মশান ঘাট কমিটি’র সম্পাদক বিদ্যা ভূষণ সিংহ, দীপঙ্কর রায়, ভুবন পাল, দেবাশিস সেন ও সম্রা রিকিয়া সন , প্রমুখ ।