DIGITAL

December 5, 2023

APTCE 18538973148

লক্ষীপুর সমর্পণ ফাউন্ডেশনের চিকিৎসক সংবর্ধনা অনুষ্ঠান

বিশেষ সংবাদদাতা 1 লা জুলাই লক্ষীপুর——– আজ জাতীয় চিকিৎসক দিবস ।সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে লক্ষীপুর মহকুমার স্বনামধন্য সামাজিক সংগঠন সমর্পণ ফাউন্ডেশন আজ লক্ষীপুরের সরকারি ও বেসরকারি চিকিৎসক গন কে উত্তরীয় ও সম্মাননা পত্র প্রদান করে সংবর্ধিত করেন ।

আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুজিত দত্ত,  উপদেষ্টা ডঃ শুভ জিত চক্রবর্তী, দেবাশিস রায়,  অভিজিৎ রায় ও বিশ্ব জিত রায় প্রমুখ ।