DIGITAL

June 9, 2023

APTCE 18538973148

শিলচর জেলা কংগ্রেস কমিটি’র সংবাদ সম্মেলন, উঠলো ভ্যাকসিন প্রসঙ্গ

নিজস্ব সংবাদদাতা 1 লা জুলাই শিলচর  — করোনা সংক্রমণের দোহাই দিয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি , তার সাথে পেট্রল ডিজেলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আজ  ইন্দিরা ভবনে  শিলচর জেলা কংগ্রেসের এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।জেলা কংগ্রেস  সভাপতি প্রদীপ দে মহাশয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বড় খলা ও কাঠিগড়া বিধানসভাবিধানসভার দুই বিধায়ক যথাক্রমে মিস বাহুল্ ইসলাম লস্কর ও হাজী খলিল উদ্দিন মজুমদার সহ জেলা কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জ্যোতি রি ন্দ্র দে , সাধারণ সম্পাদক দেবদীপ  দত্ত , কংগ্রেস নেতা তমাল বণিক প্রমুখ । উপস্থিত নেতৃবৃন্দ বলেন বর্তমান সরকারের স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মোড় কে দূর্নীতি চলছে ।উন্নয়নের চাইতে  প্রচার বেশি হচ্ছে , নিত্য নতুন নিয়ম নির্দেশিকা জারি করে গন তান্ত্রিক প্রতিবাদ কে কবর দেওয়া হচ্ছে ।দ্রব্য মূল্য বৃদ্ধি রোধে এই সরকার ব্যর্থ হয়েছে ।বর্তমানে ভ্যাকসিন নিয়ে ছেলে খেলা শুরু হয়েছে ।পরিকল্পনার অভাব দেখা যাচ্ছে , মফস্বল এলাকার মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে, প্রয়োজনের তুলনায় ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না  ফলে সাধারণ মানুষ বিমুখ হয়ে ঘরে ফিরছেন , এসব নিয়ে সরকারের কোন হেলদোল নেই ।

এদিকে আজ জেলা কংগ্রেস কমিটি প্রয়াত কংগ্রেস নেতা তথা মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা র চুয়াত্তর তম জন্মদিন পালন করেছে । এক অনুষ্ঠানে প্রয়াত নেতার  প্রতিকৃতি তে মাল্যদান করেন জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ ।