লক্ষীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন 2 রা জুলাই—– আজ কাছাড় জেলার সামাজিক বনানী করন বিভাগ ও জিরি ঘাট আঞ্চলিক বন সং মণ্ডলের যৌথ উদ্যোগে বাহাত্তর তম বৃক্ষ রোপণ উৎসব ও সচেতনতা সভার আয়োজন করা হয় বিন্না কান্দি জগাই মথুরা হাই স্কুলে ।আনুষ্ঠানিক ভাবে উক্ত অনুষ্ঠানের সূচনা করেন লক্ষীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রাই , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলাশাসক আর লিয়েন্, থান , সামাজিক বনানী করন বিভাগের , ডিভিশনেল ফরেস্ট অফিসার ভানু সিনহা , প্রধান শিক্ষক শিল্প জিত পাল সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক বন বিষয়া প্রদীপ কুমার দাস সহ অনান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ ।
উপস্থিত অতিথি বর্গ এই বিদ্যালয় চত্বরে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন , পরে প্রধান শিক্ষক শিল্প জিত পালের সভাপতিত্বে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় ।, সভায় বক্তব্য রাখেন বিধায়ক কৌশিক রাই, ডিভিশনেল ফরেস্ট অফিসার ভানু সিনহা ( সামাজিক বন) দুর্গা কান্ত পাণ্ডে, পবিত্র কুমার দাস এবং কৃষ্ণা ব তি সিংহ একটি স্মারকলিপি পাঠ করেন । বক্তারা বৃক্ষ রোপণের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন ।এই সভায় বিধায়ক যে গাছের চারা রোপণ করেন তা দেখভালের দায়িত্ব নিতে বিধায়ক কে অনুরোধ জানান , এই জন্য যে বিধায়ক বারবার এই স্কুলে আসেন । , বিধায়ক মহাশয়ের কাছে স্কুলের দেও য়াল নির্মাণের দাবি জানালে বিধায়ক কৌশিক রাই তার বিধায়ক তহবিলের টাকায় এই দেও য়াল নির্মানের জন্য পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেওয়াল নির্মান করা হবে ।আজ স্কুলের পক্ষ থেকে বিধায়ক কে ছোট উপহার দিয়ে সম্মান জানানো হয় । সভা পরিচালনা করেন প্রধান শিক্ষক শিল্প জিত পাল ও ধন্যবাদ প্রদান করেন নবেন্দু রায় ।
,