DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

পুকুরর সদৃশ সড়ক, কাঠিগড়া পূর্ত বিভাগ ভাত ঘুমে আচ্ছন্ন

নিজস্ব সংবাদদাতা কাঠিগড়া 5 ই জুলাই— নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি যেন বেমালুম ভুলে গেছেন ভারতীয় জনতা পার্টির নেতা গন , যখনই রাস্তা নিয়ে দাবি  উঠে তখনই আসাম মালা পরিয়ে দিয়ে জনসাধারণ কে শান্ত করার চেষ্টা করে আসছেন নেতা মন্ত্রী আমলা গন ।ভুক্তভোগী জনগণের একটা কথা দীর্ঘ দুই দশক ধরে এই শিলচর জয়ন্তীয়া সড়ক কে সুরভি গাভী তে পরিণত করা হয়েছে, কাড়ি কাড়ি টাকা বরাদ্দ করা হয় কিন্তু রাস্তার হাল ফেরাতে পূর্ত বিভাগের ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে ।

এই কয়দিনের ভারী বৃষ্টির ফলে বি হাড়া এলাকার ছয়ারন  বস্তি এলাকার রাস্তা  কোন সভ্য দেশে দেখা ভার হবে । এই এলাকার রাস্তা গর্তে না গর্তে রাস্তা তা আপাত দৃষ্টিতে ঠার পাওয়া মুশকিল হয়ে গেছে ।মনে হয় অভিভাবক শূন্য হয়ে গেছে এই সড়ক ।অবিলম্বে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় খলিল উদ্দিন মজুমদারের হস্তক্ষেপ কামনা করছেন এই পথে চলাচল কারী জনসাধারণ