DIGITAL

June 9, 2023

APTCE 18538973148

দেশবন্ধু ক্লাবের প্রাক্তন সদস্য নরেশ সিংহ আর নেই

নিজস্ব সংবাদদাতা বি হাড়া 6 ই জুলাই — বরাক উপত্যকার অগ্রণী সামাজিক সংগঠন বি হাড়া দেশবন্ধু ক্লাবের প্রতিষ্ঠা তা সদস্য নরেশ সিংহ দীর্ঘ রোগভোগের পর মৃত্যু বরন করেন, গতকাল শিলচর থেকে তার মরদেহ বাড়িতে আসলে বৃহত্তর বি হাড়া বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে ।এখানে উল্লেখ করা আবশ্যক প্রয়াত সিংহ বি হাড়া দেশবন্ধু ক্লাবের একজন প্রতিষ্টা তা সদস্য ছিলেন ।

গতকাল তার মরদেহ বি হাড়া শ্মশান ঘাটে নিয়ে আসার পর দেশবন্ধু ক্লাবের যুগ্ম সম্পাদক রবীন্দ্র নারায়ণ আচার্য তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন ।তারপর দেশবন্ধু ক্লাবে উপস্থিত হন সকল সদস্য , প্রয়াত সিংহের প্রতি সম্মান জানাতে ক্লাবের পতাকা তিন দিন অর্ধ নমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়,  এই উপলক্ষে আয়োজিত এক শোক সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রবীন্দ্র নারায়ণ আচার্য , উপস্থিত ছিলেন তপন সাহা, বিপ্লব কর চৌধুরী,  অভিজিৎ চক্রবর্তী, বিমল চন্দ্র দে, সঞ্জয় আচার্য, সত্যব্রত